প্রধান শিক্ষকের বাণী

 

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ ও সুহৃদজন,

ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং ব্যক্তিত্ব বিকাশের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আমাদের বিদ্যালয় শুরু থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে আসছে।

আমি বিশ্বাস করি— কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধই একজন শিক্ষার্থীর জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। তাই শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান, সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা সত্যিকারের আলোকিত মানুষ হয়ে উঠতে পারে।

ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয় পরিবার সবসময় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য সচেষ্ট থাকবে। আশা করি, আমাদের এই যাত্রায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা আমাদের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সবাইকে শুভকামনা।

শুভেচ্ছান্তে,
মো: আশরাফুল ইসলাম
প্রধান শিক্ষক
ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়