সভাপতির বাণী

প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,

ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এ প্রতিষ্ঠানটি শুধু একটি বিদ্যালয় নয়, বরং আমাদের সমাজের আলোকবর্তিকা। আমাদের স্বপ্ন— এখানে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী হবে সৎ, মেধাবী, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত একজন ভালো মানুষ।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করে তুলতে ম্যানেজিং কমিটি সর্বদা শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি— সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা, অধ্যবসায় এবং সততার মাধ্যমে এ প্রতিষ্ঠান ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান— পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে মনোযোগী হও। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

আমি ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শুভেচ্ছান্তে,
সালাহ উদ্দিন খান মিলকী
সভাপতি
ম্যানেজিং কমিটি
ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়